মাধবপুর প্রতিনিধি ॥ ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মাধবপুরে জশনে জুলুস পালন করা হয়েছে। গত রবিবার সকালে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াছিম সাহেবের নেতৃত্বে কাশিমনগর বাজার থেকে জশনে জুলুসের বিশাল র্যালি বের করা হয়। পরে মনতলা শাহজালাল কলেজে মাঠে গিয়ে শেষ হয়।
পরে কলেজ মাঠে দেশ জাতির মঙ্গলা কামনা করে দোয়া অনুষ্টিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।