স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে কোনো লাভ হবে না। এদেশের মানুষ অসাম্প্রদায়িক ও উদার। সাম্প্রদায়িক অপশক্তিকে সর্বশক্তি দিয়ে আমাদের রুখে দিতে হবে।
আগামী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গতকাল লাখাই উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে স্থানীয় হেলিপ্যাড মাঠে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস ইসলামী সংস্কৃতির আজ অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। একজন সত্যিকার মুসলমান কখনো অন্যের ক্ষতি করতে ও সন্ত্রাস-জঙ্গিবাদে জড়াতে পারে না। আউলিয়া, সাধক ও দরবেশদের এই দেশে জঙ্গিবাদীদের ঠাঁই হবে না। তিনি বলেন, সরকার ১২ রবিউল আউয়ালকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে। ইসলামের মূল মর্মবাণী হলো- মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করা। যারা এই মূল মর্মবাণী ধারণ করে, তারা কখনো ইসলামের নামে অন্য কারও ওপর আক্রমণ করে না। অলি আউলিয়াদের মাধ্যমে ভালোবাসায় এই জনপদে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা এদের বিরুদ্ধে কথা বলে, সহিংসতা সৃষ্টি করে, অন্য ধর্মের প্রতি হামলা করে; তারা ফিৎনা সৃষ্টিকারী। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বি-বাড়িয়া ফয়েজিয়া দরবার শরীফের গদিনীশিন পীর মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। লাখাই উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আব্দুল খালেক এতে সভাপতিত্ব করেন ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রশিদ মিয়া।