বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার নোয়াঐ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের আরজত আলীর ছেলে মোঃ সুফি মিয়া (৩৫) গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে স্থানীয় নোয়াঐ বাজারে নিজের প্রয়োজনে পাশের একটি দোকান থেকে বিদ্যুৎ নিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, খবর পেয়ে তাৎণিক ঘটনাস্থল পরিদর্শন করেন পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।