প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা হারভেস্টার মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় শিরিষ তলায় দুপুর ১ টার দিকে হারভেস্টার কমিটি গঠনের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা মালিক সমিতির আহবায়ক মোহাম্মদ আলী চিশতির সভাপতিত্বে ও সিনিয়া যুগ্ম আহবায়ক মোঃ ফয়সল চৌধুরীর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে সদর উপজেলা কমিটি গঠনের কমিটি গঠন সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে সর্বসম্মতিক্রমে মোঃ হাবিবুর রহমান মুক্তারকে আহবায়ক ও মোঃ তাজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক হলেন, মোঃ রুপ মিয়া, আঃ হাসিম, সাইদুর রহমান, দেলোয়ার মিয়া, সেলু চৌধুর, মোঃ সুজন মিয়া, নাসির খান, ফয়সল আহম্মদ, মোঃ নুরুল হক, জিয়াউর রহমান।