স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার কুখ্যাত ডাকাত মুখলিছ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বুধবার রাতে সদর মডেল থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাটে তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। সে শহরতলীর বড় বহুলা গ্রামের সাবেক মেম্বার মোতালিব মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।