বাহুবল প্রতিনিধি ॥ ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধক্ষ্য আব্দুর রব শাহিন, উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার, উপ সহকারী প্রকৌশলী, রুমন চন্দ্র কর, ডাঃ সুমাইয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাজী ফিরোজ আলী, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত শ্রী কুমার কৈরী, ইউপি সচিব মোশাহিদ উদ্দিন, ইকবাল হোসেন, ইউপি উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, মোশাহিদ উদ্দিন প্রমুখ।
পরে গত এক সপ্তাহ ধরে চলমান উপজেলা ভিত্তিক চা বাগান সমূহে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনায় প্রথম স্থান অধিকারী ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।