নবীগঞ্জ প্রতিনিধি ॥ নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই উপপাদ্য কে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রোগ্রামার (এপি) মঈনুল হোসেন, চেয়ারম্যান সমিতির সভাপতি এমদাদুর রহমান মুকুল, করগাঁও ইউপি চেয়ারম্যানের নির্মেলেন্দু দাস রানা, কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী। এছাড়াও ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সচিব, উদ্যোক্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।