প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের লন্ডন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক শেখ মোস্তফা কামাল আবু তালিবের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, স্কেলসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের শহীদিয়া জামে মসজিদের হাফিজিয়া মাদ্রাসায় ওই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তৃতায় শেখ মোস্তফা কামাল আবু তালিব মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষার্থীদের দেশ সেবার লক্ষ্য নিয়ে মানব কল্যানে লেখা পড়ার বিকল্প নেই। তাই সকল শিক্ষার্থীদের লেখাপড়া ও জ্ঞান অর্জনে মনোনিবেশ করার আহবান জানান।