স্টাফ রিপোর্টার ॥ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় অবস্থিত টেলিফোন বক্সটি নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এটি পড়ে থাকায় রোদ বৃষ্টি ঝড়ে বিকল হয়ে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। টেলিফোন বক্সের ভেতরে থাকা মূল্যবান যন্ত্রাংশ নষ্ট তো হচ্ছেই আবার অনেক টোকাই তা খোলে নিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, বারবার কর্তৃপক্ষকে বলার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে সরকারের মাল নষ্ট হচ্ছে ঠিকই কিন্তু কেউ নিয়ে যাওয়ার সময় ধরা পড়লে ঠিকই বিপদে পড়তে হয়।
গতকাল সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।