স্টাফ রিপোর্টার ॥ শহরে ব্যাটারী চালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পৌরসভা ও পুলিশ প্রশাসন। গত দুইদিনে প্রায় শতাধিক অটোরিকশা আটক করা হয়েছে। তবে রিকশা আটক করা হলেও অবৈধ টমটম আটক করা হয়নি।
এদিকে রিকশা ও মিশুক মালিকরা জানিয়েছেন, শুধুমাত্র রিকশা মিশুক আটক করা হয়। অবৈধ টমটম আটক করা হয় না। তারা এ বিষয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে প্রায় শতাধিক রিকশা আটক করা হয়। তবে এ নিয়ে চালকদের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। গতকাল সরেজমিনে গিয়ে পৌরসভায় সারিবদ্ধভাবে আটক রিকশাকে রাখতে দেখা যায়।
তবে একটি সূত্রে জানা যায়, পূজার পরেই এসব ছেড়ে দেয়া হতে পারে। এদিকে শুধুমাত্র রিকশা ও মিশুক আটকে ক্ষোভ দেখা দিয়েছে।