স্টাফ রিপোর্টার ॥ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত কার্যক্রমের আওতায় পৌরসভায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন হার বৃদ্ধির লক্ষে গতকাল ৪ অক্টোবর সকালে পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় পৌর কাউন্সিলরবৃন্দ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ পৌরসভার জন্ম ও মৃত্যু নিবন্ধন হার বৃদ্ধির জন্য সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মেয়র ছাবির আহমেদ চৌধুরী জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ পালনের জন্য আগামী ৬ অক্টোবর সকাল ১০ টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আগামী সপ্তাহকে “জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সপ্তাহ” হিসেবে ঘোষণা করেন।