স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ’৯৫ ব্যাচ এসোসিয়েশনের উদ্যোগে শতাধিক দরিদ্র অসহায় লোকের মাঝে উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এসব বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এসোসিয়েশনের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান খান ও ব্যাচের সদস্য সিদ্ধার্থ শংকর রায় পিনাক, তনয় কান্তি রায়, পংকজ কান্তি দাস, রাজেশ সরকার, আহমদ আলী, বাবুল তালুকদার, মোঃ লুৎফুর রহমান, দিপক চৌধুরী, অ্যাডভোকেট খাইরুল ইসলাম, অ্যাডভোকেট বিজিত লাল রায়, শেখ নুরুল হক, মহিউদ্দিন মুকুল, প্রসুন আচার্য্য পল্লব ও কায়সার আহমেদ চৌধুরী জনি।