নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রাইয়াপুর গ্রামে তাহিরপুর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র রবিউল আহমেদ (১৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বাড়ির উত্তর পাশে মসজিদ সংলগ্ন একটি গাছে রবিউল আহমেদকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নির্দেশনায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন। রবিউল আহমেদ উপজেলার কুর্শী ইউনিয়নের রাইয়াপুর গ্রামের মৃত ছালিক মিয়ার পুত্র। রবিউল আহমেদ তাহিরপুর মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ।