স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে গতকাল ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা অফিসার, সমাজকর্মীবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।