স্টাফ রিপোর্টার ॥ দুর্গাপূজা উপলক্ষে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে ২ শতাধিক সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় স্থানীয় কালিবাড়িতে এ বস্ত্র বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সভাপতি লায়ন এসএম আব্দুল আউয়াল-এর সভাপতিত্বে ও ক্লাবের সেক্রেটারী লায়ন অর্জুন চন্দ্র রায়-এর সঞ্চালনায় এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল লায়ন্স কøাব ডিস্ট্রিক ৩১৫-বি ১ এর গর্ভনর লায়ন শরীফ আলী খান এম জে এফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শাহেনা রহমান এম জে এফ, লায়ন মিসেস রেখা শরীফ, লায়ন মীর শফিকুর আলম কনক এম জে এফ, লায়ন তানভীর আহমেদ, লায়ন আব্দুল হাসান মিলন, লায়ন ফিরুজ আহাম্মেদ, লায়ন ফরহাদ আলী আপন, লায়ন আব্দুল মোমেন জীবন, লায়ন কানুফা আক্তার, লায়ন আফজাল ছাত্তার, লায়ন ফরিদা আক্তার, লায়ন দিলরুবা ফারুক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স কøাব অব হবিগঞ্জ এর চার্টার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট বজলুর রহমান, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এসএম আলী আজগর, ১ম ভাইস প্রেসিডেন্ট উপজেলা চেয়ারম্যান লায়ন মর্তুজা হাসান, আইএফ আইসি ব্যাংকের ম্যনাজার লায়ন আব্দুল কাইয়ুম চৌধুরী, বস্ত্র বিতরণ কমিটির আহবায়ক লায়ন সুনীল চন্দ্র দাশ, সাবেক সাধারণ সম্পাদক একেএম মঈনউদ্দিন চৌধুরী সুমন। আরো উপস্থিত ছিলেন ফাস্ট প্রেসিডেন্ট লায়ন মোজাহিদ হোসেন চৌধুরী, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন আব্দুর রহমান, লায়ন বিকাশ চন্দ্র দাশ, লায়ন জালাল উদ্দিন, লায়ন ফখরুল আলম বাবুল, লায়ন কাজী মহিবুর রহমান, লায়ন দিলিপ কুমার সরকার, লায়ন বদরুল আলম, লায়ন অমিয় চন্দ্র রায়, লায়ন বিশ^জিৎ বনিক চন্দন, লায়ন মহিবুর রহমান টিপু প্রমূখ।