স্টাফ রিপোর্টার ॥ ‘হৃদয় দিয়ে হৃদয়কে ভালবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুণ’ স্লোগান নিয়ে এবারও হবিগঞ্জে পালিত হলো বিশ্ব হার্ট দিবস। এ উপলক্ষে হৃদরোগ প্রতিরোধে করণীয় ও দেশের সব হৃদরোগীদের সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে দিনটি বিশেষভাবে পালন করেছে হার্ট ফাউন্ডেশন, হবিগঞ্জ।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শহরের নজির সুপার মার্কেটে একে হসপিটালে আলোচনা সভা ও বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল ও সঞ্চালনায় ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ও হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, মুখ্য আলোচক ছিলেন হার্ট ফাউন্ডেশন, হবিগঞ্জের সাধারণ সম্পাদক সফিকুল বারী আওয়াল। আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আইনজীবী রুহুল হাসান শরীফ, হার্ট ফাউন্ডেশন, হবিগঞ্জের আজীবন সদস্য রোটাারিয়ান সুখলাল সূত্রধর, রোটারিয়ান বাদল রায়, রোটারিয়ান মিজানুর রহমান শামীম, লায়ন মোঃ লিটন মিয়া, লায়ন মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
সভায় জানানো হয়, হার্ট ফাউন্ডেশন, হবিগঞ্জের উদ্যোগে ইতোমধ্যে জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সামনের দিনে চিকিৎসা সেবা আরও বাড়ানোর পরিকল্পনা চলছে।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক বলেন, হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশন গঠনের বিষয়টি প্রসংশনীয়। হবিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও হার্ট ফাউন্ডেশন যৌথভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই সেবার পরিধি আরও বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা আন্তরিক।
বিশেষ অতিথির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন আগামীতে পরিপূর্ণ রূপ ধারণ করবে বলে আমরা আশা করছি। এক্ষেত্রে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সবধরণের সহযোযোগিতা অব্যাহত থাকবে।