প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ জেলার ইউনিয়ন ও পৌর জনপ্রতিনিধিদের সাথে ব্যাপক গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট শিবলী খায়ের। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইউপি সদস্যদের সাথে গণসংযোগ ও পরে ২নং আদর্শ রিচি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিমের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ওই ইউনিয়নের জনপ্রতিনিধিরা উন্নয়নের ধারাবাহিকতা সুষ্ঠভাবে বন্টন করতে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে এডভোকটে শিবলী খায়েরকে চেয়ারম্যান পদে ভোট প্রদানের আশ্বাস দেন।