আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা আইন শৃঙ্খলা কামিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা হবিগঞ্জ-৩ এর সাংসদ অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ওসি নুনু মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান, ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, মোঃ নোমান মিয়া, আজাদ হোসেন ফুরুক, মোঃ আব্দুল কদ্দুস, অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুল মোতালেব প্রমুখ ।
এ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম। সভায় লাখাই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন আগের ছেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা অনেক ভালো রয়েছে। লাখাই উপজেলায় মাদকের বিরুদ্ধে কাজ করে জিরো ট্রলারেন্সে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কে নির্দেশ প্রদান করেন।
এ ছাড়াও সনাতন ধর্মাবলম্বী আসন্ন শারদীয় দূর্গা পুজা যেন নির্বিঘ্নে পালন করতে পারে তিনি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।