প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি ব্যালটের মাধ্যমে জনগণের ভোটের মধ্য দিয়েই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এ জন্য আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে পরাস্থ করতে হবে। আওয়ামীলীগকে আর ভোট চুরির নির্বাচন করতে দেয়া হবে না। তিনি গতকাল মঙ্গলবার বিকালে শায়েস্থানগরস্থ বিএনপির কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনকে সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ গোপন ব্যালটের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল করার বিষয়ে প্রস্তাব করেন এবং ঐক্যমত পোষন করেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সেফুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুর রহমান মজিদ, আশিক মিয়া ও তোফাজ্জুল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ছালিক মিয়া চেয়ারম্যান, মুজতাইদ উদ্দিন, গোলাম নবী, আবু লেইছ, হাজী আজিজ আহমেদ মেরাজ, শাহ আহমদ আলী, মতিউর রহমান, এম এ মুছাব্বির ইসলাম, শাহ দারা আলী, আব্দুল মন্নাফ, আব্দুল বাছিত রাসেল, আবুবকর তালুকদার, সমিরুল হক, আক্কেল আলী, সফিউল আলম, আব্দুল হামিদ, শহিদ আহমেদ তালুকদার, রিপন কান্দি দাস, আশিক মিয়া, সুয়েল আহমেদ, তোফাজ্জুল হক বকুল, হিফজুর রহমান, মনসুর আলী, মোঃ আফজল, সাহেদ আহমেদ, শাহ মোস্তাকিন, এডভোকেট জালাল আহমেদ, মোঃ নুরুল আমিন, আব্দুল মন্নান, আহম্মদ খান, আব্দুর রউফ চৌধুরী, কুতুব উদ্দিন, মতিউর রহমান, আব্দাল মিয়া, সৈয়দ জুবায়ের আলী, এস এম নজরুল ইসলাম, মেহবুব আহমেদ, টিপু সুলতান, কাশেম আহমেদ, মুজিবুল হক, সাদিক মিয়া, জহির উদ্দিন, আহমদ হোসেন, জাকির আহমেদ মুকিত, আব্দুল মুকিত, আব্দুল করিম, আজিজুর রহমান আরজু, বয়াত উল্লা প্রমূখ।