স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চোখ উঠা রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন ঘাবড়াবার কিছু নেই। তিন দিন পর কমে যাবে। এদিকে ফার্মেসীতে ড্রপের সংকট দেখা দিয়েছে। এক শ্রেনির মালিকরা সংকটের অজুহাতে দাম বেশি রাখছেন বলে অভিযোগ রয়েছে। হবিগঞ্জ শহরে গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় চোখ উঠা রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। এর মাঝে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও যুবকরা। চিকিৎসকরা, ড্রপ ও গ্লাস পড়ে ধুলবালি এড়িয়ে চলার পরামর্শ দেন। গতকাল সরেজমিনে দেখা যায় ড্রপের দাম নির্ধারিতের চেয়ে ৫/১০ টাকা বেশি আদায় করা হচ্ছে।