নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী এমপি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সব ধর্মের মানুষ এখানে যে যার ধর্ম পালন করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন আসন্ন দুর্গা পূজায় কেউ যদি বিঘ্ন সৃষ্টি করে তার বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি নবীগঞ্জে সনাতন ধর্মের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্টু সুন্দর ও নির্বিগ্নে পালন করতে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্পীতি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল সোমবার বেলা ২ টায় নবীগঞ্জ উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, ইউপি চেয়ারম্যান নির্মুলেন্দু দাশ রানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, রঙ্গলাল রায়, পংকজ সেন, রাহুল চৌধুরী, বিপ্লব চৌধুরী, পিকলু চৌধুরী, লিটন দেব প্রমূখ।
এছাড়া, সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, পূজা পরিষদ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।