প্রেস বিজ্ঞপ্তি ॥ মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে পরিচালিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার দিনব্যাপী শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আকবর মাস্টার একাডেমী এন্ড হাইস্কুলে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানবসেবা সামাজিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম উজ্জ্বল, নির্বাহী কমিটির সদস্য মোঃ রুবেল রানা তালুকদার, নির্বাহী কমিটির সদস্য তাহমিদা বেগম, নির্বাহী কমিটির সদস্য তানজিদা আক্তার মনি’র তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন শতাধিক ছাত্রছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি এস এম ফরহাদ আহমেদ চৌধুরী, আকবর মাস্টার একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু বকর কিবরিয়া, সহকারী শিক্ষক ফখরুল হাসান, সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক স্বপন মোড়া, সহকারী শিক্ষক রূপু ভৌমিক, সহকারী শিক্ষক জীবন ভৌমিক, সহকারী শিক্ষিকা দীপিকা সাওতাল, সহকারী শিক্ষিকা দিপু আক্তার প্রমূখ।