বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে ৩ দফা জানাযা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই

  • আপডেট টাইম শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ হাজারো মানুষের ভালবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন নবীগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত হবিগঞ্জ জেলার সনামধন্য সালিশ বিচারক জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। ২৩ সেপ্টেম্বের, শুক্রবার ৩ দফা নামাজে জানাজা শেষে বাউসা ইউনিয়নের বদরদি নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুম আব্দুল হাইয়ের লাশ দাফন করা হয়।
মরহুমের ১ম জানাজার নামাজ শুক্রবার সকাল ১১টায় চৌধুরী বাজার ধুলচাতল তাজিয়া মুবাশি^রিয়া মাদ্রাসা মাঠে, ২য় জানাজা বেলা ২টায় নবীগঞ্জ জে.কে. হাই স্কুল মাঠে এবং ৩য় জানাজা মরহুমের গ্রামের বাড়ি বদরদী মাঠে অনুষ্টিত হয়। নবীগঞ্জ জে.কে. হাই স্কুল মাঠে ২য় জানাজার আগে মরহুম আব্দুল হাই এর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, নবীগঞ্জÑবাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, জেলা পরিষদের প্রসাশক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ্য আবুল ফতে ফাত্তাহ, বাউশা ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ, আ.ক.ম ফখরুল ইসলাম, নুরুল ইসলাম। জানাযার নামাজে অংশ নেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান সেফু, যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, মজিদুল করিম মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন, বানিয়াচুং বিএনপির সিনিয়র-সহ সভাপতি আব্দুল হাদী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ, শিক্ষক সমিতির নেতা শামিম আহমেদ চৌধুরী, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী, মনর উদ্দিন, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব রায়েছ আহমেদ চৌধুরী, যুবদল নেতা অলিউর রহমান অলি, আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল, শামিম আহমেদসহ নামাজে জানাজায় সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, দিনমজুরসহ সকল শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। পরে মরহুমের লাশবাহী গাড়িতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ও ছাত্রদলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
তিনি নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট শালিস বিচারক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বাউসা ইউনিয়নের বারবার নির্বাচিত স্বর্ণ পদক প্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান সকলের পরিচিত মূখ ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ৭ সেপ্টেম্বর নিজ বাসায় সিড়িঁ থেকে পা পিচলে পড়ে গিয়ে মাথায় আহত হন। গুরুতর অবস্থায় তিনি ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে আইসিইউতে ভর্তি ছিলেন। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর নবীগঞ্জ পৌছলে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তিনি এক সময় নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া এই বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল হাই নবীগঞ্জ পৌরসভার ১ম নির্বাচনে অংশ গ্রহন করেন। পরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করেন। তিনি উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে বড় ধরনের সংঘাত, সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় সৃষ্ট সালিশ বিচারে অংশ নিয়ে বিচক্ষনতার সহিত দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রাখেন। মরহুমের ৩য় জানাজা মরহুমের গ্রামের বাড়ি বদরদী মাঠে ২টা ৪৫ মিনিটে অনুষ্টিত হয়। ব্যক্তিগত জীবনে স্ত্রী, ৬ কন্যা ও একমাত্র পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। জানাযার নামায শেষে তাকে তার গ্রামের বাড়ী বদরদিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com