স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ আশিক মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সিলেট বিভাগীয় কমিশনারের কার্য্যালয়ে আপিলের শুনানী শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেন জেলা পরিষদ নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। এ দিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা পর ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ আশিক মিয়া ২নং ওয়ার্ডের সম্মানিত ভোটার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারদের দোয়া, আশির্বাদ, সার্বিক সহযোগিতা এবং ভোট কামনা করেন।