স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিকট শব্দে গান বাজনার ঘটনায় রোগী ও তাদের আত্মীয় স্বজনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী হাসপাতাল ভবনে অবস্থিত মেডিকেল কলেজে ডিজে সাউন্ডে হাসপাতালের পরিবেশ অস্থির হয়ে উঠে।
মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন পোশাক পড়ে ডিজে গানের তালে তালে নাচগান শুরু করেন। এতে হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত অনেক রোগীরা অসহ্য হয়ে উঠেন। ক্ষোভ প্রকাশ করেন রোগীদের আত্মীয় স্বজনরা