বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা ও অনুমোদন বিহীন ব্রিকস ফিল্ডে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রাহিন, মুদ্দত আলী, আব্দুর রেজ্জাক, আ.ক.ম. উস্তার মিয়া তালুকদার, শামীম মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাময়ুন কবির চৌধুরী, শ্রীকুমার কৈরী, ইমাম মাওলানা তাজুল ইসলাম, মিরপুর দাখিল মাদ্রাসার সুপার আলা উদ্দিন, উপজেলা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, বেনু দেব প্রমুখ।