স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ট্রেন যাত্রীর মোবাইল ছিনতাইয়ের ১২ ঘন্টার ভেতরে উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে এসআই সঞ্জিত চন্দ্র নাথ জিডির ভিত্তিতে আইএমই নম্বর চেক করে মোবাইল টি উদ্ধার করা হয়। সেই সাথে চোরকেও আটক করা হয়েছে। তবে মানুষ মনে করেন পুলিশ ইচ্ছে করলেই সবকিছু উদ্ধার সম্ভব। তবে গাফিলতির কারণে ১২ ঘন্টা কেন ১২ মাসেও কোনো মোবাইল উদ্ধার হয় না। গত ২০ সেপ্টেম্বর রাতে মোবাইল জুরি উপজেলার ভবানীপুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন নামের এক ট্রেন যাত্রীর মোবাইল শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে ছিনতাই হয়। তিনি ঘণ্টাখানেক পরে শায়েস্তাগঞ্জ থানায় জিডি করেন। ওসি নাজমুল হক কামালের নির্দেশে এসআই সঞ্চিত দেব তা উদ্ধার করে মালিককে দেন।