স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ পৌর এলাকার উপজেলা পরিষদের অদূরে লাকী পরিবহণের বাসের কাউন্টার থেকে বিদেশী বোতল মদ সহ ম্যানেজার মোঃ রায়হান মিয়া (৩৭) কে আটক করেছে পুলিশ। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। রায়হান পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত- ফিরোজ মিয়ার পুত্র। জানা যায়, আসন্ন শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে এলাকার এক শ্রেণীর লোক চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ এনে মজুদ রাখছে। দীর্ঘ ৫ দিন ব্যাপি নানাবিধ অনুষ্ঠানমালায় উচ্চঃস্বরে সাউন্ডবক্স বাজিয়ে ডিজে নৃত্য পরিবেশন করতে নেশা করে থাকে এক শ্রেণীর বখাটে। তাই ওই চক্রের নিকট থেকে বেশী মূল্যে কিনে নিতে কার্পণ্য করবে না তারা। এ সব শাস্ত্রবিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার উপদেশ দিলেও কর্ণপাত করছে না তারা। গত মঙ্গলবার রাত ৯ টায় গোপনসূত্রে খবর পেয়ে এসআই প্রদীপের নেতৃত্বে একটি পুলিশের টিম। পর একটি ভারতীয় মদের বোতল সহ ম্যানেজার রায়হান মিয়াকে আটক করে। রাত অনুমানিক ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।