স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়নের ঘোলডুবা, শ্যামলী ও কাদমা গ্রামের একটি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় ও চাঁদাদাবী করায় ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আবু মাহমুদ হাম্মাদ ওরফে মনসুর মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ওই এলাকার বর্তমান ও সাবেক ৫ ইউপি মেম্বার।
কুর্শি ইউনিয়নের বর্তমান মেম্বার জাকির হোসেন, সাবেক মেম্বার হাজী ময়না মিয়া, সাবেক মেম্বার ও সাবেক প্যানেল চেয়ারম্যান ফারছু মিয়া, সাবেক মেম্বার চুনু মিয়া, সাবেক মেম্বার ছানোয়ার মিয়া স্বাক্ষরিত একটি লিখিত আবেদন ইতিমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, ৬নং কুর্শি ইউনিয়নের ঘোলডুবা, শ্যামলী ও কাদমা গ্রামের একটি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হলে ৩নং ইনাতগঞ্জ ইউনিনের ঘোলডুবা গ্রামের আবু মাহমুদ হাম্মাদ ওরফে মনসুর মিয়া বিভিন্নভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করে আসছে। যে কবরস্থানের উন্নয়নে অভিযুক্ত হাম্মাদ বাধা দিয়ে আসছে সে কবরস্থানটি হাম্মাদের পারিবারিক কোনো কবরস্থান নয়, এমনকি তার ইউনিয়নের আওতাভূক্তও নয়। শুধু অবৈধ ফায়দা লুটার জন্য হাম্মাদ কবরস্থানের মতো একটি পবিত্র স্থানের উন্নয়নে বাধা হয়ে দাড়িয়েছে। বিভিন্ন সময়ে চাঁদাবাজীর অভিযোগে অভিযুক্ত, ভূয়া রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন সুবিধা আদায়কারী হিসাবে পরিচিত হাম্মাদ কবরস্থান এর সীমানা প্রাচীর নির্মাণেও অনৈতিক সুবিধা দাবী করে আসছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এলাকার ৫ বিশিষ্ট মুরুব্বী সাবেক ও বর্তমান ইউপি সদস্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।