স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সীড এসোসিয়েশন (ইঝঅ) এর হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উলপক্ষে ১৭ সেপ্টেম্বর হবিগঞ্জ-বানিয়াচং রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ সীড এসোসিয়েশন (ইঝঅ) এর কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সিলেট বিভাগের পরিচালক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক জেলা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমিন ওসমান। বক্তব্য রাখেন হাজী রমজান আলী, সাইদুর রহমান সেলিম, এমরান মিয়া, হাজী ইকবাল মিয়া, শেখ মোঃ নূরুল হক, আলহাজ্ব হোসেন আহমেদ খান, হুমায়ূন কবির, মিজানুর রহমান মিজান, শেখ জয়নাল আবেদীন, আক্কেল আলী মাস্টার, মির মাসুম, আব্দুল খালেক, সেরুজ্জামান খান বাচ্চু, দিপ্কংর চক্রবর্তী প্রমুখ। সভায় উপস্থিত হাজী আতাউর রহমান, জাবিল হোসেন, খলিলুর রহমান, করম আলী, মাসুম, ওয়াহিদ মিয়া, পিন্ঠু রায়, সুমন মিয়া, মকসুদ আলী, সঞ্জিত দাস, তাজুল মিয়া, বাবুল মিয়া, সেকুল মিয়া, টিটু মিয়া, দ্বীন ইসলাম, বাচ্চু মিয়া, মির হোসেন, মহসিন, শাহীন মিয়া, বাবুল মিয়া, আলম মেম্বার, আব্দুর রহমান, শেখ রুবেল আমিন, হাজী নজরুল ইসলাম, রাজীব কান্তি রায়, সমুজ আলী, তপন সর্দার, ভৈরব দাস, নাসির উদ্দিন, এনামুল হাসান।
সভায় সর্ব সম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সীড এসোসিয়েশন (ইঝঅ) এর হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন-সভাপতি মোঃ তাজুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব হোসেন আহমেদ খান, সাধারণ সম্পাদক এমরান মিয়া, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সদস্যরা হলেন-মোঃ আলহাজ্ব ইকবাল মিয়া, মোঃ সাইদুর রহমান সেলিম ও শেখ মোঃ নূরুল হক।