বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের শংকরপুর ছাইচা পাড়া সুয়েব হত্যাকাণ্ডের মামলায় অন্যতম আসামি মোমশেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু মোকছেদ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩দিনের রিমান্ড আবেদন করেন। এতে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট শফিউল আলম আজাদ ও বিবাদী পক্ষের এডভোকেট নুরুজ্জামান দীর্ঘ শুনানি করেন। শুনানি শেষে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাহুবল থানার এসআই আবু মোকছেন রিমান্ড প্রার্থনা করেন।
একইসাথে গত রবিবার গ্রেফতারকৃত আসামী শিপন মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। আটক শিপন মিয়া বাহুবল উপজেলার খরিয়া গ্রামের মুক্তার হোসেনের পুত্র। জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলা থেকে মামলায় এজহারনামীয় আসামী মোমশেদ আলীকে আটক করেন।
এদিকে এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন নিহতের পুরুষশূন্য পরিবার। মামলার বাদী নিহতের মা রহিমা চৌধুরী অভিযোগ করে জানান, আসামিরা তাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে এবং হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নানারকম অপপ্রচার চালাচ্ছে। তিনি সরকার ও প্রশাসনের কাছে খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।