স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ঐতিহ্যবাহি বৃন্দাবন সরকারি কলেজের নতুন ভবনের জায়গা বখাটে এবং মাইক্রোবাস চালকদের দখলে চলে যাচ্ছে। ক্লাস চলাকালীন সময়ে বখাটেদের ওই স্থানে আড্ডা দিতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই স্থানে ভ্রাম্যমান দোকান বসে। এ ছাড়াও রয়েছে মাইক্রোবাসের স্ট্যান্ড। পাশেই ছাত্রী হোস্টেল ও পরীক্ষা কেন্দ্র। এ সব আড্ডাবাজি ও বখাটেদের কারণে অনেক অসুবিধা হচ্ছে।
আর এসব ভ্রাম্যমান ফুসকার দোকানে রয়েছে অবৈধ বিদ্যুত সংযোগ। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, জায়গা দখল করে দেদারসে চলছে ব্যবসা ও বখাটে যুবক ও ছাত্র-ছাত্রীদের আড্ডা।