স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশের সাড়াশি অভিযানে চুনারুঘাট থেকে চোরাই মোটর সাইকেলসহ আব্দুল্লাহ আল মামুন (৩৮) কে আটক করা হয়েছে। সে ওই উপজেলার কালিশিরী গ্রামের হাজি আবুল কালাম আজাদের পুত্র। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে ভারত থেকে চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে এসআই আলমগীর ও অভিজিৎসহ একদল পুলিশ অভিযান চালিয়ে গত রবিবার মামুনের বাড়ি থেকে ভারতীয় টিবিএস মোটর সাইকেল উদ্ধার করা হয় এবং মামুনকে আটক করা হয়। পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে চোরাই মোটর সাইকেলের ব্যবসা করে আসছে।