স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় অপর মাদক বিক্রেতা পালিয়ে গেছে।
গতকাল সোমবার দুপুরে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র ফাহিম (২২) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখিত গাঁজা জব্দ করা হয়। এ সময় অপর আরেক মাদক বিক্রেতা পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেছে।