স্টাফ রিপোর্টার ॥ ২০ বোতল ফেনসিডিল ও মাদক বহনকারী সিএনজি অটোরিক্সাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার বনগাঁও বাশতলা গ্রাম থেকে তাদেরকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল উপজেলার দীঘির পাড় গ্রামের মৃত জমির আলীর পুত্র মোক্তার (২৮) ও ভবনন্দনপুর গ্রামের দিলবর আলীর পুত্র বেলাল (৩০)। এসময় তাদের গডফাদার হায়দার আলী পালিয়ে যায়।