প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ওমরা পালন করেছেন। মঙ্গলবার ভোর রাতে পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়ায় সায়ী করার সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সভাপতি আহম্মদ আলী মুকিব, মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাওছার, জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ।