নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার বিকালে উপজেলার শিবগঞ্জ বাজার থেকে আলম উল্লা (৫০) এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আলম বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের সিদ্দিক উল্লার ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, প্রায় দু’মাস পুর্বে গ্রেফতারকৃত আলমের নেতৃত্বে ৭/৮ জন একই গ্রামের ছাতির মিয়া মেম্বারকে রাস্তায় আটকিয়ে মারধর করে ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে আহত ছাতির মেম্বার বাদী হয়ে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ শিবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে।