নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুসলিম সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশের উদ্যোগে এক ইফতার মাহফিল গতকাল নবীগঞ্জ শহরের আনোয়ারী গার্ডেনে অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, নবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, মুসলিম সমাজকল্যাণ সংস্থার বানিয়াচঙ্গ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মাওলানা লুৎফুর রহমান দেওবন্দি, শফিকুর রহমান চৌধুরী, মাওলানা রশিদ আহমদ খান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার নবীগঞ্জ উপজেলা সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, আলাল হোসেন, মাওলানা হিফজুর রহমান, আবু সালেহ, শামীম আহমদ, বদরুল আলম, শরীফ আহমদ, হোসাইন আহমদ।
হাফেজ আজিজুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃআব্দুস শহীদ।
উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী মাওলানা আব্দুল কাইয়ূম জালালাবাদী ও সেখানে বসবাসরত দানশীল ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।