স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পুলিশের অভিযানে চোরাই মালামাল ও চোরাই কাজের ব্যবহৃত সরঞ্জামাদিসহ ইমন মিয়া (২২) নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে হবিগঞ্জ শহরের উমেদনগর আলগা বাড়ির আইয়ূব আলীর পুত্র। গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে সে তার দলবল নিয়ে আতুকুড়া গ্রামের বাসিন্দা সমুজ খানের পুত্র সাবাজ খানের মালিকানাধীন নাগুড়ার শচীন্দ্র কলেজের ক্যান্টিনের তালা কেটে মালামাল চুরির সময় বানিয়াচং থানার এসআই ফারুক হোসেন, এএসআই উজ্জলসহ একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত লোহা কাটার রেত, স্কু ড্রাইভার, সেলাই লেন্স, লোহা কাটার প্লাস, রড কাটার ব্লেড উদ্ধার করা হয় এবং দোকানদার সাবাজ মিয়ার দোকান থেকে চুরি যাওয়া বিভিন্ন ধরনের সিগারেটসহ মালামাল জব্দ করা হয়।