স্টাপ রিপোর্টার ॥ জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মন্ডল ও বিআরটিএ হবিগঞ্জের মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম খাঁন। এ সময় বিভিন্ন পরিবহণকে ৫টি মামলা দেয়া হয় এবং ১২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার চুনারুঘাট উপজেলার দেউন্দি মোড় এলাকায় পরিচালিত অভিযানে বিআরটিএর অন্যান্য কর্মকর্তা ও একদল পুলিশ উপস্থিত ছিলেন।