স্টাফ রিপোর্টার ॥ নাশকতা, সন্ত্রাস ও জনগনের মাঝে আতংক সৃষ্টির অভিযোগে হবিগঞ্জে জামায়াত শিবিরের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা করেছে। এ ঘটনায় সিপাহ সালার সৈয়দ নাছিরুদ্দিন একাডেমীর অধ্যক্ষ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী এসএম নাদির শাহ (৩৪) সহ ৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপর আটকরা হল, লস্করপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সাত্তার (৪৫) ও ছাত্র শিবিরের সদর শাখার নেতা মোঃ সহিদুল ইসলাম জামান (১৯)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, ১২ সেপ্টেম্বর উল্লেখিতরাসহ ৩২ জন জামায়াত শিবিরের নেতাকর্মীরা পরস্পরের সহায়তায় নাশকতার পরিকল্পনা করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। সেই সাথে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের কার্য থেকে বিরত থাকার গভীর ষড়যন্ত্র করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তার রাত ৮টার দিকে ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিতদের আটক করেন। এ সময় অন্যরা পালিয়ে যায়। ডিবির এসআই সোহেল রানা বাদি হয়ে মামলা করেন। এ মামলায় অন্য আসামিরা হল, মোঃ আব্দুল জলিল (৪০), কাজী মহসিন আহমদ (৫০), আতিকুল ইসলাম সোহাগ (৩৪), আমজাদ হোসেন (৩৫), আব্দুল কদ্দুছ (৫৫), মাওলানা হাবিবুর রহমান, ইয়াসিফ খান, ইসমাইল হোসেন, আশরাফুল ইসলাম, সাইদুল হক চৌধুরী, মাওলানা এমদাদুল হক, ডাঃ সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল আহাদ ইবনে মালেক, আ স ম কামরুল ইসলাম, এস এম নোমান, মাওলানা আলাউদ্দিন ভুইয়া, হাফেজ নবির হোসেন, আব্দুল হান্নান, মাওলানা হামিদুল ইসলাম, শাহানুর মুন্সি, ফখরুল ইসলাম, মোঃ নুর উদ্দিন, লুৎফুর রহমান ভুঈয়া, প্রভাকর মাহমুদ, আশিকুল ইসলাম, সাইফুর রহমান, আব্দুল্লাহ আল মারুফ, মাছুম আহমেদ ছুটন প্রমুখ। ওসি জানান, আটকরা জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী। তাদেরকে নাশকতা ও আতংক সৃষ্টির দায়ে মামলা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।