বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাঘজুড়ে ট্রাক্টর চাপায় টমটম চালক নিহত

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বাঘজুড় এলাকায় মাটি বোঝাই আনাড়ি ট্রাক্টর চালকের চাপায় সোহাগ মিয়া (২০) নামের এক টমটম চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। টমটমটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। এদিকে ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে জনতা। ঘণ্টাখানেক পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সে বাগজুর গ্রামের আহম্মদ আলীর পুত্র। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে দানবরূপে মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করছে। এতে প্রতিনিয়তই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। অভিযোগ রয়েছে, প্রশাসনকে বলার পরও তারা অবৈধ ট্রাক্টরকে দমাতে পারছে না। গতকাল ওই সময় যাত্রী নিয়ে সোহাগ শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর টমটমকে চাপা দেয়। এতে টমটম দুমড়ে মুচড়ে যায় এবং সোহাগ আহত হয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে সিলেট প্রেরণ করা হয়। পথে নবীগঞ্জ এলাকায় সে মারা যায়। ট্রাক্টরটি জনতা আটক করলেও চালক পালিয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com