চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সদর ইউনিয়নের হাসারগাও গ্রামে হাফিজিয়া মাদ্রাসার কাঠাল চোরকে আটক করেছেন মুসল্লীরা ও এলাকার জনতা। গত মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে।
জানা যায় হাসারগাও গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আবুল হোসেন (৩৫) গত মঙ্গলবার সেহরীর সময় মাদ্রাসার আঙ্গিনায় থাকা কাঠাল গাছ থেকে কাঠাল চুরি করে পালিয়ে যাবার সময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের নজরে পড়ে। সকলে মিলে কাঠালসহ তাকে পাকড়াও করে। তার কাছ থেকে ১০টি কাঠাল উদ্ধার করা হয়। ছাত্ররা চোরকে গনধোলাই দেয়।
বিষয়টি এলাকায় জানাজানি হলে মুরুব্বীরা চোরকে প্রহারের হাত থেকে উদ্ধার করে তার বড়ভাই আজম উল্লার জিম্মিয় ছেড়ে দেন।
আজ বৃহস্পতিবারে মাদ্রাসায় উক্ত চোরের বিচার অনুষ্ঠানের দিন ধার্য্য করা হয়।