প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মানবাধিকার কাউনিসল (বামাকা) হবিগঞ্জ জেলা কমিটির উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার আশরাফ জাহান ফুড ভিলেজ এ অনুষ্টিত ইফতার মাহফিল আয়োজন করা হয়। শুরুতেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবধিকার কাউন্সিলের সভাপতি আলহাজ্ব আবু লেইছ। সেক্রেটারী কামাল গনী চৌধুরীর ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সেলিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি ও হবিগঞ্জ জেলার সহ-সভাপতি আমিনুল উসলাম চৌধুরী শামীম। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের উপদেষ্টা মন্ডলীর সদস্য আঃ জাহের, হবিগঞ্জ স্কুল এন্ড কলেজের অবঃ শিক্ষক নুর ইসলাম, বীর মুক্তিযুদ্ধা ও চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ আলী মমিন, মোদারিছ আলী টেনু, আজীবন সদস্য খাইরুল আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন এডঃ আলী আজগর, এডঃ কামরুজ্জামান, এস এম বজলুর রহমান, মহিবুর রহমান, হবিগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক নুর উদ্দিন সুমন, রুয়েল খান চৌধুরী, াঃ রহিম, দুরুদ মিয়া, মহি উদ্দিন আহমদ রুবেল, সুমন আহমেদ, সফি উজ্জামান ভুইয়া, সেলিম অহমেদ, মিনুর মিয়া, জামিল আহমেদ প্রমুখ। বক্তারা ফিলিস্তিনি নারী শিশুসহ সর্বস্তরের লোকজনের উপর হামলার তিব্র নিন্দা জানান।