প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনার জন্য নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে মোঃ নোমান হোসেন কে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট ৬মাস মেয়ার্দী এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। অন্যানরা হলেন, সদস্য সচিব মোঃ আবদুন নুর, সাধারণ শিক্ষক সদস্য এস এম এনামুল হক, অভিভাবক সদস্য মোঃ ফখরুল ইসলাম। এছাড়াও মোঃ নোমান হোসেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করতেছেন। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নবনির্বাচিত সভাপতি মোঃ নোমান হোসেন জানান, আমাকে মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার এডহক কমিটিতে সভাপতি নির্বাচিত করায় মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী সহ দেশ বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্খীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাদ্রাসার প্রতিটি ছাত্র-শিক্ষকের কাজের মাধ্যমে তাদের প্রতি যেন ভালোবাসা দেখাতে পারি সে আশা করছি। এতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।