স্টাফ রিপোটার্র ॥ শহরের ২নং পুল বহুলা জীবন মিয়ার গ্যারেজ থেকে টমটম চুরির ঘটনায় আটক দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় টমটম মালিক বাদি হয়ে মামলা করেছেন। তবে খবর নিয়ে জানা গেছে, বহুলা, ২নং পুল, পোদ্দার বাড়ি এলাকায় ২০টিরও বেশি অবৈধ টমটম গ্যারেজ রয়েছে। আর এসব গ্যারেজে অবৈধ বিদ্যুত সংযোগ দিয়ে প্রতিদিনই শতাধিক টমটম চার্জ দেয়া হয়। এতে একদিকে যেমন বিদ্যুতের ঘাটতি সৃষ্টি হয়েছে অন্যদিকে সরকার মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। জানা যায়, গত রবিবার রাত ৯টার সময় সদর থানার ওসি গোলাম মর্তুজার নেতৃত্বে এসআই ওয়াহেদ গাজি, মুজিবুর রহমান ও এএসআই ওয়াহিদুজ্জামান আখন্দ এর নেতৃত্বে পুলিশ বহুলা ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে জীবন মিয়ার গ্যারেজ থেকে চোরাই দুইটি টমটম উদ্ধার করে। সেখান থেকে সদর উপজেলার লুকড়া গ্রামের রফিক মিয়ার পুত্র আন্তঃজেলা টমটম চোরের সদস্য শামীম মিয়া (২৫), একই গ্রামের দুলাল মিয়ার পুত্র কামাল মিয়া (২২) কে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূণ্য তথ্য পাওয়া যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যারেজ মালিক চোরচক্রের মূলহোতা জীবন মিয়া পালিয়ে যায়। তবে স্থানীয়রা জানান, এসব গ্যারেজের বিদ্যুতের কিছু অসাধু লোকের যোগসাজশে সংযোগ দেয়া হয়। সন্ধ্যার পর লাইন দেয়া হয় এবং ভোরে খোলে রাখা হয়। ওসি জানান, এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। আটকদের রিমান্ডে এনে তথ্য উদঘাটন করা হবে।