বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

বানিয়াচং রামনাথ বিশ্বাসের বাড়িতে দখলদারদের হামলায় শিকার ঢাকার সাংবাদিকসহ ৪ জন ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাইসাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণকারী ভূ-পর্যটক বানিয়াচংয়ের রামনাথ বিশ্বাসের বাড়িতে গিয়ে অবৈধ দখলদারদের হামলার শিকার হয়েছেন বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ চার সাংবাদিক। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁরা হামলার শিকার হন।
আহত বিডিনিউজটোয়েন্টিফোরের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহিদ মিয়া, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া ও দেশসেবার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক তৌহিদ মিয়া বাদী হয়ে দখলদার আব্দুল ওয়াহেদ, তার ছেলে ওয়ায়েছ, ওয়ালিদ ও ওয়াসিফের বিরুদ্ধে বানিয়াচং থানায় অভিযোগ দিয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে রাজীব নূর বলেন, ‘রামনাথ বিশ্বাসের বাড়ি অনেক দিন ধরে দখল করে রেখেছেন ওয়াহেদ মিয়া ও তার পরিবার। এ বিষয়ে সরেজমিন প্রতিবেদন তৈরির জন্য আমরা সেখানে গিয়েছিলাম। প্রথমে আমার সঙ্গে থাকা মোশাহেদ নিজের পরিচয় দিয়েই ওয়াহেদ মিয়ার সঙ্গে সালাম ও কুশল বিনিময় করছিলেন। ওই সময় আমি রামনাথ বিশ্বাসের ঘরের একটি ছবি তুলি।’
‘ছবি তোলার পরপর ওয়াহেদ মিয়া চড়াও হন এবং জানতে চান, “ছবি তুললেন কেন?” আমরা আমাদের উদ্দেশ্য ব্যাখ্যা করার এক পর্যায়ে উনার ছেলে ওয়ালিদ সেখানে আসে এবং হ্যাঁচকা টান দিয়ে আমার মোবাইল কেড়ে নেয়।’
তিনি বলেন, ‘এক পর্যায়ে ওয়ালিদের সঙ্গে আরও কয়েক যুবক যুক্ত হয় এবং লাঠিসোঁটা দিয়ে মারধর শুরু করে। এর মধ্যে আলমগীর ও তৌহিদকে বেধড়ক পিটিয়েছে ওরা।’
বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহিদ মিয়া বলেন, ‘আমরা বাড়িতে যাওয়া মাত্রই তারা উত্তেজিত হয়ে ওঠে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ওয়াহিদ ও তার ছেলেরা হামলা চালায়। এ সময় একটি বড় ইট নিয়ে আমার সহকর্মী আলমগীরের মাথায় আঘাত করতে গেলে কোন রকমে আমি তাঁকে রক্ষা করি। না হলে সেখানে বড় ধরনের অঘটন ঘটতে পারত।’
মোশাহিদ মিয়া বলেন, ‘শুধু সাংবাদিক না। অনেক সময় রামনাথ বিশ^াসের বাড়িটি দেখতে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। এ সময় পর্যটকদের ওপরও উত্তেজিত হয়ে গালাগাল করেন দখলদাররা।’
হামলার বিষয়ে ওয়াহেদ মিয়া সন্ধ্যায় বলেন, ‘আমাদের বাড়িতে এসে অনুমতি ছাড়া ছবি তোলায় কথা কাটাকাটি হয়। আমরা কোনো হামলা করিনি।’ তবে, বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেন ওয়াহেদ মিয়া।
২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া বলেছেন, ‘উনি (ওয়াহেদ) একজন দখলদার। আর এটা রামনাথ বিশ্বাসেরই বাড়ি, তিনি দখল করে রেখেছেন। অনেক সময় চেষ্টা করে বাড়িটি দখলমুক্ত করা করা সম্ভব হয়নি।’
বানিয়াচং থানার সাব ইন্সপেক্টর অমিতাভ দাস তালুকদার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ৬ সেপ্টেম্বর ওই বাড়িতে গিয়ে হামলার শিকার হন এখন টিভি ও আজকের পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার এবং দেশ টিভির প্রতিনিধি আমীর হামজাসহ ৪ সাংবাদিক।
হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা
হামলার ঘটনায় হবিগঞ্জের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাৎক্ষণিক হবিগঞ্জ প্রেসক্লাবে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রাসের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান’র পরিচালনায় বক্তব্য রাখেন- বিডিনিউজ’র স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাবান মিয়া, মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক মির্মল ভট্টাচার্য রিংকু, শাহ ফখরুজ্জামান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সিনিয়র সাংবাদিক শফিকুল আলম চৌধুরী, সহসভাপতি টিপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, এসএম সুরুজ আলী, আব্দুর রউফ সেলিম, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সৈয়দ ছালিক আহমেদ, জুয়েল চৌধুরী, এম. সজলু, নিরঞ্জন গোস্বামী শুভসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।
বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের কাছ দাবী জানান। অন্যতায় আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা।

রামনাথ বিশ^াসের সংক্ষিপ্ত জীবনি
দুই চাকায় বিশ্ব দেখা বাঙালিদের অনুসরণীয় একজন রামনাথ বিশ্বাস। সাইকেল নিয়ে কয়েক দফায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি। সেসব অভিজ্ঞতা থেকে বাংলা ভাষায় লিখেছেন ভ্রমণবিষয়ক প্রায় ৩০টি বই। ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি বানিয়াচং উপজেলার বিদ্যাভূষণপাড়ায় রামনাথ বিশ্বাস জন্মগ্রহণ করেন। শেষ জীবনটা কলকাতাতে কেটেছে তার। ১৯৫৫ সালের ১ নভেম্বর সেখানে মারা যান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com