স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়ন পরিষদে গতকাল কার্ডধারী উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি এর নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো: মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ইশরাত জাহান স্বল্পমূল্যে পণ্যসামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।