স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে ফ্রান্স পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে মানব পাচারকারী দলের সদস্যরা। সবকিছু হারিয়ে কোথাও বিচার না পেয়ে নিরূপায় হয়ে আদালতে মামলা করেছেন ওই গ্রামের ভুক্তভোগী তোতা মিয়ার পুত্র মনির হোসেন দুলাল। মামলায় আসামি করা হয় ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজপাড়া গ্রামের মৃত সদ্দি খানের পুত্র মহিম খান (৪৫), মৃত মিছরি খানের পুত্র শরীফ খান (৪২), মৃত হুছমত খানের পুত্র রউফ খান (৫৫) ও মহিম খানের পুত্র রবিন খান (২০)।
মামলার বিবরণে জানা যায়, মনির হোসেনকে ফ্রান্স নেয়ার কথা বলে মানব পাচারকারী চক্রের সদস্য উল্লেখিত আসামিরা ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয়। মনির তার গরু, বাছুর, জায়গা জমি বিক্রি করে অতিকষ্টে টাকা দেন। কিন্তু প্রতারকরা ভূয়া ভিসা, ট্রেনিং কার্ডের সার্টিফিকের্টসহ বিভিন্ন জাল কাগজপত্র দিয়ে তাকে দুবাই পাঠায়। দুবাই যাবার পর মনির হোসেন বুঝতে পারেন ওই চক্রটি তাকে ফ্রান্স কিংবা রোমানিয়া না পাঠিয়ে দুবাই পাঠিয়ে তার সাথে প্রতারণা করে টাকা আত্মসাত করেছে। এক পর্যায়ে কোনো উপায় না পেয়ে মনির দেশে ফিরে আসে এবং বিভিন্ন স্থানে বিচার দেয়। কিন্তু কোথাও বিচার না পেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। গতকাল রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৪ আদালতে এ মামলা করা হয়। বিচারক মামলা আমলে নিয়ে অফিসার ইনচার্জ বানিয়াচং থানাকে তদন্তক্রমে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ দেন।