স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পৌর জাতীয় পার্টির এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে তাজউদ্দিন আহমেদ বাবুলকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মঞ্জরুল হক, হাজী লুৎফুর রহমান নানু, প্রভাষয়ক ওয়াহিদুর রহমান, এইচ.এম.এ. জাহের আনসারী ও ডাঃ মিছবাউল আলমকে যুগ্ম আহ্বায়ক এবং প্রভাষক এস.এম. লুৎফুর রহমানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেয়া হয়।
সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় আহ্বায়ক, সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব জালাল উদ্দিন খান, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আকম উস্তার তালুকদার চেয়ারম্যান, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক এডভোকেট শিবলী খায়ের, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন।
পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদ বাবুলের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা দেলোওয়ার হোসেন জিহাদী, এম এ হান্নান, ডাঃ মিছবাউল আলম, চৌধুরী গোলাম কিবরিয়া রিপন, শেখ রইছ আলী, আবু জাহির আনসারী, আরব আলী খা, রায়হান উদ্দিন নায়েব, জুয়েল আহমেদ জীবন, সোহেল আহমেদ রানা, বিশ্বজিৎ চৌধুরী, নুরুল হক, চান, সিরাজুল ইসলাম, বেলাল আহমেদ, রাসেল ও পিংকু দেব প্রমুখ।